Skip to main content

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শয়তানের কামুক প্রতারণা (an old collected FB post)

শয়তান বোরখা পড়া মেয়েদের কাছে দাঁড়িওয়ালা হুজুর সেজেই আসে। আর দাঁড়িওয়ালা ছেলেদের কাছে বোরখা নিকাবী মেয়ে সেজেই আসে

কিভাবে? বাস্তবের সাথে যে কথাটা কতটা মিল তা অনেক দ্বীনি ভাই-বোনই বোঝেন বিশেষ করে যারা অবিবাহিত। রাস্তায় বের হলে দাঁড়িওয়ালা ভাইয়েরা বেপর্দা মেয়েদের না দেখলেও নিকাবী মেয়েদের চোখ দেখতে ভুলেন না! আবার নিকাবী আপুরা ইয়ো ইয়ো বয়দের না দেখলেও দাঁড়িওয়ালা ছেলে দেখলে চোখ ফেরাতে পারেন না! 

যদি আপনাদের উদ্দেশ্যই হয় আল্লাহর হুকুম পালন করে তাঁকে সন্তুষ্ট করা তাহলে কেন এই অবস্থা! একবারে কি বুঝতে পারেন না এটা শয়তানের ধোঁকা? সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ্ মুমিন পুরুষদের দৃষ্টি নত রাখতে বলেছেন এবং 31 নম্বর আয়াতে মুমিন নারীদের দৃষ্টি নত রাখতে বলেছেন। 

আল্লাহ্ কিন্তু বলেননি পর্দা করা মেয়ের চোখ দেখ, বা দাঁড়িওয়ালা ছেলের মুখ দেখ। তবে কেন এই অধঃপতন আমাদের? দাঁড়িওয়ালা ছেলেরা কি ছেলে না! নাকি বোরখা পড়া মেয়েরা মেয়ে না? 

শয়তান খুব ভাল করেই জানে আপনি আল্লাহর দয়ায় হেদায়েত পেয়েছেন। তাই সে আপনার দুর্বলতাটাও একটু চেঞ্জ করে দিয়ে আবার পাপের পথে নিতে চায়। 

আপনার হয়তো এখন বেপর্দা মেয়ে দেখলে রাগ হয় কিন্তু বোরখা পড়া মেয়ে দেখলে আকর্ষণ হয়। আগে খারাপের প্রতি আকর্ষণ ছিল আর এখন ভালোর প্রতি আকর্ষণ! 

______

ভাইয়া/আপু আল্লাহর হুকুম মানতে হলে সবক্ষেত্রেই মানেন। নিজের প্রবৃত্তির পুজারী হয়েন না। বেশী বেশী "আঊযুবিল্লাহি মিনাশ শায়তনীর রজীম" পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চান। 

শয়তানের প্রতারণা গুলো বোঝার চেষ্টা করুন এবং তা থেকে দূরে থাকুন। আল্লাহ্ পাক আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আল্লাহ আমাকে এইসব ফিতনা থেকে হেফাজত করুক। আমীন ইয়া রব
 جزاك الله خيرا

Comments