Skip to main content

Posts

Showing posts from September, 2024

Real Pornography vs Real Sex Education

Trigger Warning:   The written content below contains such words and phrases which might sexually provoke its readers. If you are easily influenced by the words regarding sexuality and cannot easily control your sexual urge, I recommend you to take adequate mental preparations before actually attempting to read it. In today's generation, majority of the Youth society is heavily degenerated by the irresistible toxicity of Porn. Due to the over-saturated presence of those sex-oriented Garbage around the internet. Most of the youngsters, having no experience in Sexual activity, considers Porn as a platform to learn Sex-Education. Such perspective is potentially very dangerous for the sex-life of any normal human being. Not only his sex-life but also the sexual health of his partner is endangered in such scenario.  The reality is, this PORN-addiction is far more addictive than any other drug-addiction. So addictive that the addiction persists for longer duration (inside ...

আদবকেতা সিরীয (২য় পর্ব)

 ১/ তোমার বন্ধু ট্রিট দিতে চাইলে খুব দামী খাবার খেতে চাইবে না। তার কাছে দামী খাবার কেনার টাকা নাও থাকতে পারে। আর পরে তুমিও একদিন তাকে ট্রিট দিয়ো। ২/ বন্ধু একদিন নাস্তার বিল দিয়েছে, রিকশা/বাস ভাড়া দিয়েছে। তুমি অন্য দিন দিয়ে দেবে। রোজ রোজ একজনের ওপর দিয়ে পার হবার চিন্তা করবে না। এ অভ্যাস তোমাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ৩/ তোমার পেছনের মানুষদের জন্য সব সময় দরজা খুলে দেবে। বড় হোক ছোট হোক, ধনী হোক গরিব হোক—কোনো ব্যাপার নয়। তবে নারী-পুরুষের ফ্রি-মিক্সিংয়ের সম্ভাবনা যেন না থাকে নিশ্চিত করবে। ৪/ সবার সাথে ভালো ব্যবহার করবে। বাসের হেল্পার, রিকশাওয়ালা, হোটেলের ওয়েটার, ভিক্ষুক—সবার সাথে তেমন ব্যবহার করবে, যা তুমি অন্যদের কাছ থেকে আশা করো। ৫/ কাউকে কথা বলার মাঝখানে বাধা দেবে না। আগে তাকে কথা বলা শেষ করতে দাও। এরপর তোমার যা বলার বলো। ৬/ অযথা তর্ক করবে না। হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মানুষ। দেখার চোখ আলাদা। তুমি যেটাকে 6 দেখছ, আমি সেটাকে 9 দেখতে পারি। অথচ আমরা দুজনেই ঠিক। শুধু দেখো, সেটা ইসলামের গণ্ডির মধ্যে আছে কি না। থাকলে মেনে নাও। শান্তিতে বাঁচতে পারবে...

MB-6: Feminist culture VS Islamic Feminism

The modern ideology of Feminism is completely lame. Although it liberates the women to participate in many areas of the Global Affairs beside men, it only faced a great failure in regards of protecting the Dignity of women in front of the Masculine society. She is totally shameless who feels pride in showing her beauty  publicly . Feminism could only liberate the Females from their confined domestic boundary, but cannot ensure a complete security for saving their personal chastity. . Meanwhile, Islam evaluates Women in several areas such as: gaining Education, serving Literature,   conducting Profession,  doing Business, earning Entrepreneurship, etc. but along with fulfilling a prerequisite of Hijab. This Hijab not only indicates the covering of head & shoulders but also refers to masking up the face from unknown men.  By applying the rule of covering the beauties (as per the 59th verse of Surah Ahzaab), Islam only emphasizes the pure dignity of the Female folks...