Skip to main content

MB-5: Controlling Sexual Desires in the perspective of Fasting

Suppose, you are fasting. Iftar is too late. Now, if you repeatedly open the fridge and look at all the delicious food, won't the intensity of your hunger increase? Would it be a wise decision to fast and wander around delicious food? Rather, the more food that can be forgotten, the easier it would be for you to wait till Iftar.

Brother, think about the hunger of the body (there is no halal way to satisfy such hunger). Why do you do something that reminds you of that hunger again and again?
Why are you immersed in movies and dramas that constantly increase your body's hunger, your loneliness?
Why are you watching romantic music videos on YouTube?
Why do you ride in the same rickshaw with just (female) friends?
Why do you hang out in shopping malls, restaurants, girls' schools, colleges or places where beautiful & attractive girls more frequently appear?
Why do you not look down on the road instead of staring at random girls?
Why you zoom in the photos of beautiful ladies on Facebook, Instagram and across other social media platforms?
Why do you post on Facebook's 
troll pages or groups filled with obscene & provocative words in the name of 'fun'?
Why do you stay awake at night for observing the nude women in live?

Brother, you are fasting (i.e. protecting your chastity as supposed to be doing so in the sight of Allah), you cannot eat before Iftar. In other words, you cannot enjoy sexual pleasures before marriage.
So, why are you increasing your hunger like this? 

As the hunger increases, at some point you will not be able to bear the pain of hunger. Since the halal path is not available, you choose the haram ones. Porn, masturbation, room dating, live together, in the classroom, in the park, on the bus. 

In this path, your life in Akhirah will be destroyed, this worldly life will be wasted. You will never find peace. Your heart will burn brother, the heart will burn in turmoil, unrest and deep despair.

You may be thinking the intimacy with women as a package of heavenly pleasure and excitement, it is actually a very small matter. A very necessary but normal, common thing for humans. 

It is nowhere near what you imagine it to be, except whatever is portrayed on the porn contents. 

It is as common as eating rice and drinking water. Nothing special like that, just fulfilling one of the basic human requirements. 

But still, you suffer from restlessness for days & nights by fantasizing yourself about them.

.

N\B: This one's also a collected blog, but I forgot the exact reference. Yeah, it became so old to me that I forgot the reference. I ask pardon for that. The original form is given below:

মনে করো তুমি রোযা রেখেছো। ইফতারির অনেক দেরি। বারবার ফ্রিজ খুলে সুস্বাদু খাবার দেখতে থাকো, আম্মা রান্না করছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার ক্ষুধার তীব্রতা,কষ্ট বেড়ে যাবেনা? এখন এটা কী কোনো বুদ্ধিমানের কাজ হবে রোযা রেখে সুস্বাদু খাবারের আশেপাশে ঘুরে বেড়ানো? তাদের ঘ্রাণ নেওয়া? বরং যতো বেশি খাবার থেকে দূরে থাকা যায়, যতো বেশি খাবারের কথা ভুলে থাকা যায় ততো ভালো। তোমার জন্য ইফতারি পর্যন্ত অপেক্ষা করা ততোবেশি সহজ হয়ে যাবে।

ভাই তাহলে চিন্তা করো, শরীরের ক্ষুধা নিয়ে (ক্ষুধা পূরণের হালাল উপায়ও নেই) কেন তুমি এমন কিছু করো যা তোমাকে বারবার ক্ষুধার কথা স্মরণ করিয়ে দেয়? কেন তুমি মুভি আর নাটকে ডুবে থাকো যা প্রতিনিয়ত তোমার শরীরের ক্ষুধা, তোমার নিঃসঙ্গতা বাড়িয়ে তোলে? কেন ইউটিউবে একটার পর একটা রোমান্টিক মিউজিক ভিডিও দেখে চলছো? কেন তুমি জাস্টফ্রেন্ডদের সাথে একই রিকশায় ঘোরো, গায়ে হাত দিয়ে কথা বলো? কেন তুমি শপিংমল,রেস্তোরা, গার্লসস্কুলকলেজ বা এমন জায়গাগুলোতে ঘোরাফেরা করো যেখানে সুন্দরী, আকর্ষনীয় মেয়েদের আনাগোনা? কেন রাস্তায় চোখ নামিয়ে চলোনা? কেন ফেসবুক ইন্সটাগ্রামে লাস্যময়ীরুপবতী নারীদের ছবি জুম করে দেখ? ট্রল পেইজ বা গ্রুপগুলোতে ফান করার নামে অশ্লীল, উত্তেজক কথাবার্তা বলো? রাত জেগে খোল্লামখোল্লা মেয়েদের লাইভে একটিভ থাকো?

ভাই, তুমি তো রোযা রেখেছো, ইফতারির আগে তো খাবার খাবেনা, তাহলে কেন এভাবে নিজের ক্ষুধা বাড়িয়ে তুলছো? ক্ষুধা বাড়তে বাড়তে একসময় এমন অবস্থা হবে তুমি আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারবেনা। হালালের পথ যেহেতু খোলা নেই, তুমি বেছে নিবে হারাম। পর্নহস্তমৈথুন, রুম ডেটিংলিভ টুগেদার, ক্লাসরুমেপার্কেবাসেচিপায় চাপায় বেহায়াপনা। আখিরাত তো নষ্ট হবেই, দুনিয়ার এই জীবনটাও বরবাদ হয়ে যাবে। কখনো শান্তি পাবেনা। বুক জ্বলে যাবে ভাই, বুক জ্বলে যাবে। অশান্তি আর অস্থিরতায়। তীব্র হতাশায়। 

নারীর সাথে অন্তরংগতার ব্যাপারটিকে তুমি অপার্থিব সুখ আর শিহরণের প্যাকেজ ভেবে দিন রাত কল্পনা করো, তা আসলে খুব সামান্য একটা ব্যাপার। মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু স্বাভাবিক, সাধারণ একটা ব্যাপার। তোমরা যেরকম ভাবে একে কল্পনা করো, সেটি এর ধারে কাছেও নেই। ভাত খাওয়া, পানি খাওয়ার মতোই সাধারণ ব্যাপার এটি। সেরকম বিশেষত্ব কিছুই নেই।
অথচ এগুলো ভেবেই দিন রাত অস্থিরতাঅশান্তিতে ভোগো তুমি।

Comments