Skip to main content

৪ ধরণের SSC-HSC Students

 


এস এস সি এবং এইচ এস সি পরীক্ষার ক্ষেত্রে মূলত ৪ ধরণের মানুষ লক্ষ্য করা যায়। যথা-

১) যারা SSC & HSC দুটোতেই জিপিএ-৫ অর্জন করেছে সাফল্যের সাথে। তারা কখনোই অতিরিক্ত বন্ধু বানাতো না। পড়াশোনার ব্যাপারে তারা বেশ যত্নশীল, এবং বুদ্ধিমান ছিলো। তাঁদের মতো সহজ-সরল জীবন পাওয়া সাধারণভাবে খুবই কঠিন। তবুও তাঁরা নিজেদের এরকম মেরিট অর্জনের জন্য ভালোই সময় ও শ্রম ব্যয় করেছেন। তাঁদের মধ্যে এই গুণাবলী লক্ষ্য করা যায়ঃ আত্মসম্মানবোধ, মেধাবী, শৃঙ্খলা, পরিশ্রমী, স্মার্টনেস, এবং ব্রিলিয়েন্স।

২) যারা SSC-তে জিপিএ-৫ মিস করলেও HSC-তে পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে অসম্য পরিশ্রম করার মাধ্যমে জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মতো মানুষদেরকে এভাবে চিহ্নিত করা যায়ঃ "লাতোঁ কে ভুত বাতোঁ সে নেহি মানতে"। কারণ তারা SSC-এর সিরিয়াস সময়ে মূলত শিক্ষক, গুরুজন, বাবা-মা, মুরুব্বী; কোন বড়দেরই কথা শুনতো না। বরং বন্ধুদের সাথে আড্ডাবাজী, হাসি-তামাসা, ঠাট্টা-বিদ্রুপ করে সময়টা বাজেভাবে ব্যবহার করতো।

৩) যারা SSC-তে জিপিএ-৫ অর্জন করলেও দুঃখজনকভাবে, HSC-তে জিপিএ-৫ মিস করেছে। এদের কথা কী আর বলবো! কলেজ লাইফে এরা তো রীতিমতো ফ্যান্টাসির মধ্যে ডুবে ছিল, কারণ তাঁরা SSC-তে জিপিএ-৫ অর্জন করার সুভাগ্য পেয়েছে। তারা নিজেদের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, যা তাদের পড়াশোনার ক্ষতি করেছে। তারা সময়মতো পড়াশোনা না করে বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপে মগ্ন ছিল। ফলে, শেষ পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছে।

৪) যারা SSC & HSC দুটোতেই জিপিএ-৫ মিস করেছে। এদের মতো কপালপোড়া যেন আমার শত্রুও না হয়। এরা কোনো সময়ই পড়াশোনার প্রতি তেমন মনোযোগী ছিল না। তারা সবসময় বন্ধুদের সাথে আড্ডা, মুভি-নাটক-সিরীয দেখা, এনিমি দেখা, গেম খেলা, গান-বাজনা-মিউযিক শোনা, আর বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে সময় কাটিয়েছে। পরীক্ষার আগে হুট করে পড়াশোনা শুরু করলেও, তাতে তারা সফল হতে পারেনি। এরা তাদের ভবিষ্যত নিয়ে খুব একটা চিন্তিত নয় এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ এবং সোনালী সময়কে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

.
PS: Let me be honest about it. This blog is created from my initial scripts, but a Custom GPT named WriteForMe AI helped me to completed some parts of the 3rd & 4th types.

Comments

  1. Hey bro...im Onno...ig u recognize me...ur writings r great bro...i do appreciate bro...

    ReplyDelete

Post a Comment