চশমাটায় অনেক ময়লা জমেছে। খুবই পুরু একটা ময়লার স্তর। নাহ, এটা তো ধুলো নয়, নয় কোনো পানীয়। তবে কি এই ময়লা? যার জন্য চশমাটা ঘোলাটে হলো? Hmm, এটা অন্য ময়লা। এই ময়লা দেখতে দিচ্ছে না ভালোটাকে, দেখাচ্ছে শুধু মন্দটাকে। এই ময়লা চর্মচক্ষুর সাথে সাথে মায়াজাল বিছিয়েছে অন্তরের চক্ষুতেও। কি সেই ময়লা? এই ময়লা আসলে দুনিয়ার কোনো ময়লা নয়! এটা এমন এক ময়লা যা সবাই টেরও পায় না। কখন যেন তা অন্তরাত্মাকে ঘোলাটে করে দেয়। এই ময়লা তো কুদৃষ্টির ময়লা। এই ময়লা তো হারামের প্রতি দৃষ্টিপাতের ফলে জমা ময়লা।আফসোস আর আফসোস এই ময়লা পরিষ্কার তো করছিই না, বরং দিনের পর দিন ময়লাটকে আরো উৎসাহের সাথে, আগ্রহের সাথে, কৌতুহলের সাথে নিজের চশমাটার সাথে, চোখের সাথে, অন্তরের সাথে লেপ্টে নিচ্ছি! আহ, কত আনন্দ তাইনা রাস্তা দিয়ে হেটে যাওয়া মেয়েগুলোর দিকে আঁড়চোখে তাকাতে, কত জোস! তাই না? কত মজা তাই না স্মার্টফোনের নীল দুনিয়ার সেইসব দৃশ্যে? আসলে, আমার অন্তরটাকেই তো পাপের কালিমা দ্বারা নিকশ কালো করে ফেলেছি! তাইতো এই ভয়ংকর ময়লা গুলোকেও আমার কাছে লাগে WOW! এগুলো আমার কাছে ফূর্তির বিষয়। একবারও কি ভেবে দেখা হয়েছিল, আমি নিজে...