এমন একটি গ্রামের কথা চিন্তা করুন, যেখানে প্রত্যেক মানুষ ইনস্ট্যান্ট সুখ পায় কিন্তু, এরকম সুখ গ্রহণের পর তারা মারাত্মক রকম বিষণ্ণতায় ভোগে। সময় যত যায়, বিষণ্ণতা যেন গুণোত্তর ধারায় বৃদ্ধি পায়। অদ্ভুত ব্যাপার, তাই না? মজার ব্যাপার হলো, এরকম বিষণ্ণতা ভাব দুর করার জন্য লোকেরা আবার সেই একই ইনস্ট্যান্ট সুখের পিছে দৌড়ায়। অতঃপর কী হবে তা তো নিশ্চই আন্দাজা করতে পারছেন। হ্যা, মনের ভেতর সেই বিষণ্ণতা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে হামলা করে বসে।
তবে তারা কেন এই বোধশক্তি কাজে লাগাচ্ছে না? মানে, এই সমস্যা বুঝতে পেরেও এখনো ছারছে না কেন?
বিশ্বাস করুন, এরকম নির্বোধ জনগণ আর কেউ নয়, বরং আমরা নিজেরাই!
ঠিকই পড়েছেন, মানসিক ক্ষতি সম্পর্কে অবগত হবার সত্ত্বেও আমরা স্বয়ং নিজেরাই ওই ইনস্ট্যান্ট সুখের পিছে দৌড়াই।
এখন জিজ্ঞাস করবেন, "এটা আবার কোনটা?" আমিই এর জবাব দিচ্ছি; আর কোনকিছু নয়, এটা হচ্ছে Mastermind of toxic and negative energy ওরফে ইনেষ্টাগেরাম। উপ্স! টাইটেল দিতে ভুলে গিয়েছি। মিশটার জনাব Instagram সাহেব।
এহন আবার জিগাইবেন, "এই জিনিসটায় আমাগো আবার কী এমন ক্ষতি করছে?" করেছে মহাশয়, যবরদস্ত বিন্দাসস লেভেলের নাটকীয় ক্ষতি সাধন করেছে।
আচ্ছা, যদি ক্ষতি নাই হইতো, তবে কেন আমাদের অভিজাত মহীয়সী নারীগণ এত্ত আজেবাজে ভঙ্গিমায় ছবি তুলে এই পেলাটফরমে আপলোড দেয়? কেন পুরুষদের অ্যাকাউন্ট-এর ফলোয়ার সেকশনে এতগুলো স্বাধীনপ্রিয়া রমণীগণ দিয়ে পরিপূর্ণ থাকে? আর কেনই বা আমাদের সম্মানিত মা-বোনদের অ্যাকাউন্ট-এর ফলোয়ার সেকশনে অগণিত (কা)পুরুষের হানাহানি? কেন কিছু কিছু পুরুষের স্টোরি ফীড 'সফট-কোর পর্ণ ক্লিপ্স' দিয়ে ভরা থাকে?
এসবকিছু কি এমনি এমনিই মজার ছলে হয়েছে বলে আপনি মনে করেন? নাকি এ নৈতিক অবক্ষয়ের পেছনে একটি বড় পর্যায়ের ষড়যন্ত্র কার্যকরভাবে সফল হয়েছে? প্রশ্নদ্বয়টি আপনার বিবেকের নিকট আপাতত স্থায়ী করে রাখলাম। সম্পূর্ণ পড়া শেষে পুনরায় এই প্রশ্নদ্বয় পড়ে চিন্তা করবেন।
.
এই ইনস্ট্যান্ট সুখ যে আপনি ক্ষতিকর জ্ঞান করবার সত্ত্বেও গ্রহণ করছেন, বুঝে নিতে হবে; এই গ্রহণকার্য এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই, তা আসক্তিতে পরিণতি লাভ করেছে। বিভিন্ন রকম রসালো নারীদেহ দেখতে দেখতে আপনার মস্তিক সাহেব পচে বিকৃত হয়ে গিয়েছে।
এই জিনিসটাই তো Mr. Instagram তীব্রভাবে আকাঙ্খা করে, যেন আপনার মতো সাধারণ পুরুষদের বাজেভাবে নারী-দেহের প্রতি নিজে আসক্ত হতে এবং অন্যদের আসক্ত করতে উৎসাহিত হোক। এতে করে একটি গোটা মানবসমাজের স্থিতিশীলতা (Stability) খুব সহজেই বিনষ্ট করে ফেলা যায়। যেমনটি সালাহউদ্দিন আইয়ুবি (রহিমাল্লহু আলাইহ) বলেছিলেন, "যদি কোন জাতিকে বিনা যুদ্ধে ধ্বংস (বা পরাজিত) করে দিতে চাও, তবে তাদের মাঝে নগ্নতা এবং অশ্লীলতা ছড়িয়ে দাও।"
Exactly তাই কিন্ত Instagram আমাদের সাথে করার চেষ্টা ছলে ও কৌশলে সাধন করে নিচ্ছে। শুধু তাই নয়, এতে সাফল্যতাও অর্জন করেছে। কেন আমাদেরকেই (মানে মুসলিমদের) টার্গেট করেছে এরা? কারণ, এরা জানে যে আমরা সাবেকের ন্যায় পুনরায় ঐক্যবদ্ধ হয়ে Strategically বসবাস শুরু করে দিলে তাদের আর কোন রক্ষা নেই। এই Strategic skill জিনিসটাই আমাদের মতন মুসলমানদের এক অন্যতম গৌরব ছিলো কিন্তু, ভাগ্যের এক নির্মম পরিহাসের ফলে আজ এই বীরপুরুষদের সন্তানেরা এসব আজেবাজে ও বিকৃত আসক্তি তৈরি করবার মাধ্যমে কাপুরুষে রূপান্তরিত হয়েছে। আহা! কী সর্বনাশা পরিস্থিতির স্বিকার হয়েছি আমরা সবাই...
আজকাল মুসলিম পুরুষগণ নারীদেহের ব্যাপারে যত্তসব আজগুবি ফ্যান্টাসি মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। ইনস্টা-সহ বাকি সব সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে নারীদেহ প্রদর্শনীর ফলস্বরূপ ছেলে-মেয়েদের নতুন রোগ শুরু হয়েছে; তার নাম তো জানেনই। ঠিক ধরেছেন মহাশয়, রোগের নাম হচ্ছে 'ভাল্লাগে নাহ'। "কোনকিছুই করতে বা দেখতে ভাল্লাগে নাহ" অথবা "আজ আমার মন ভালো নেই" -এরকম চিন্তা মাথার মধ্যে আক্রমণ করতে পারে এই রোগের উপস্থিতি থাকলে। আরে মিয়া! ভালোটা লাগবেই বা ক্যামনে? আপনে তো নিজের ভালোটাই (কল্যাণ) জীবন থেকে বাছাই করে নিতে পারেন নাই। এতো উল্টাপাল্টা ইন্টারনেটের কন্টেন্ট যদি মাথার মধ্যে আমদানি করেন, তাইলে তো বেচারা বেরেনটা কোনরকম (মন ভালো না লাগানোর মধ্য দিয়ে) আপনাকে পরোক্ষভাবে জানান দিবে, "ভাই, এবার থাম! অনেক হইছে, আর নিতে পারতেছি না। অন্য যেকোনো কাজ কর, জাস্ট এই অভ্যাসটা ছাইড়া দে। প্লীয!"
যাইহোক, এবার মূল কথায় ফেরত আসি; তাদের মধ্যে আত্মসম্মান ও আত্মিক-মূল্যবোধ হেডকাভারলেস গ্রেনেডের ন্যায় 'বুম!!!' হয়ে ফেটে কথায় যে উধাও হয়ে গিয়েছে, জানা এখন মুশকিল। এই দুর্ঘঘটনা এখন এমন একটি দুর্দশা তৈরি করে দিয়েছে যেখানে, হেমন্তের কুকুরের মতন শারিরিক তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে রাস্তায়-রাস্তায় এরা স্বেচ্ছাচারী সুন্দরীদের খোঁজার 'Searchlight' মিশন চালিয়ে যায়।
আর কী কী যোগ করতে পারি?? যতই করবো, তালিকা শেষ করা যাবে না এবং তা সম্ভবও নয়। নতুবা পূর্ণাঙ্গ একটি গ্রন্থ হয়ে যাবে!
মোটকথা, Instagram সাহেবের কুচক্রান্ত আমাদের অন্ধের যষ্ঠি তরুণ সমাজকে শকুনের ন্যায় ঠুকরে ঠুকরে গ্রাস করে ফেলছে...
শেষকথা বলতে চাই। সাধারণ আকাউন্টগুলোর মধ্যে যারা ইসলামের বজ্র-সত্য নিয়ে কোনকিছু পোস্ট করলে Instagram নিজে থেকেই অনেকসময় Terms & Conditions -নামের শালীন ঢাল 'কারণ' হিসেবে ব্যবহার করে তা সরাসরি ব্লক মেরে দেয়।
আমরা সৈনিক (বা মিলিটারি) লেভেলের কঠোরতা অবলম্বন করতে না পারলে একসময় এসে আমাদের ভাগাড়েও থাকার সামর্থ্য থাকবে নাকি, তা আমার সন্দেহ।
সাধারণভাবে সারসংক্ষেপ করলে এই কথা বলা যায়, Instagram সাহেব নিজের (আসলে Secularist বা Satanic পাবলিকদেরই) তৈরি করা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে পেরেছে। অন্যদিকে আমরাই আবার তাদের দাস-দাসী additional সহযোগিতা করেছি আপন জাতি ধ্বংস করার এই কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে।
বিশেষ দ্রষ্টব্যঃ আমার অ্যাকাউন্ট ফলো মারেন। আমি নিশ্চিত যে ব্যক্তিগত ইনস্টা-অ্যাকাউন্টগুলোর মধ্যে আমারটা আপনাকে সঠিক ও সত্য পথে আনতে একটি বড় ভূমিকা পালন করবে। মজার ব্যাপার কি জানেন? Instagram -এর মধ্যে আমার অ্যাকাউন্ট-এর সরাসরি লিঙ্কে গেলে বা 'https://www.instagram.com/mysticasonne/' -এটা লিখে সার্চ দিলে প্রায়সময়ই "Page not found" শো করাবে। মানে, ইনেষ্টাগেরাম সাহেব চায় না যে আমার ফলোয়ার বেড়ে উঠুক। কারণ? ঐযে, আমি সেখানে প্রতিনিয়তই বজ্র-সত্য উপস্থাপন করে পোস্ট মারি। তাই যদি লিঙ্কের মধ্যে গেলে এরকম একই জিনিসই দেখায়, তবে একটু কষ্ট করে ইনস্টা-বাবাজির নিজস্ব সার্চ-অপশানে গিয়ে 'المرجان و موسايب' -নাম দিলে প্রথমে যে 'mysticasonne' নাম আসে, সেটাই হামার (বজ্র-সত্যে ভরপূর) সোনার অ্যাকাউন্ট। মারেন, মারেন, তাড়াতাড়ি ফলো মারেন :) .
Now we all are a big army of TEASING TRUTHFULNESS, Alhamdulillah!
.
UPDATE (05.09.2023): I am not posting anything on Instagram since 10th August. But, that does not mean, you should now unfollow my account. The posts I've given so far contains a good number of information which you might need in the future especially as a set of catalytic reminders.
Comments
Post a Comment