একটা ছেলে আর একটা মেয়ে যখন নতুন নতুন প্রেমে জড়ায়, তখন আসলে কী হয়? ঝুরিঝুরি আবেগ এসে শিহরণ খেলে যায় পুরো দেহমনে। ফুরফুরা মনটাতে খুব বেশি ভালো লাগা কাজ করে তখন। ধরণীর সবকিছু যেন একটু বেশিই রঙিন লাগে। “আহ! জীবন সার্থক!” এমন একটা ফীল আসে। কিন্তু এই আবেগ আর সবকিছু রঙিন লাগার অপার্থিব অনুভূতিটা বেশি দিন স্থায়ী হয় না। সময়ের সাথে সাথে মোহ কেটে যায়। বিরক্তি, সন্দেহ, ঝগড়া ইত্যাদির আগমন ঘটে পবিত্র প্রেম নামক এই হারাম সম্পর্কে। অতঃপর রচিত হয় হৃদয়বিদারক ব্রেকআপের গল্প। প্রতিটি দিন দগ্ধ হয় কলজে পোড়া গন্ধে। আশেপাশের প্রেমিক-প্রেমিকার গল্পগুলো পর্যবেক্ষণ করলেই উপরের কথাগুলোর সত্যতা পেয়ে যাবে। . প্রায় ৭০০ বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাগুলো খুব সুন্দর করে বলে গিয়েছেন। আল-জাওয়াবুল কাফী গ্রন্থে তিনি বলেন:— “প্রেমের শুরুটা হয় সহজ, মজাদার। মধ্যবর্তী সময়টা দুশ্চিন্তার, অন্তরের ব্যস্ততা এবং পীড়ার। আর শেষ পরিণতি হয় পতন এবং নিজেকে ধ্বংস করার মধ্য দিয়ে, যদি না আল্লাহ বান্দাকে বাঁচান।” সুবহানাল্লাহ! কথাটা আমাদের গল্পগুলোর সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেছে।...